এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী ও কুনাল ঘোষের মুখোমুখি হওয়ায় চাঞ্চল্য ছড়ালো নন্দীগ্রামে। চোর স্লোগান ওঠে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে।
জানা গেছে, তৃণমূলের কর্মসূচি চলাকালীন হঠাৎই সেখানে চলে আসে শুভেন্দু অধিকারীর কনভয়। তারপরই বিরোধী দলনেতার উদ্দেশ্যে ওঠে, “চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা” স্লোগান। গাড়িতে বসেই মুখ বাড়িয়ে প্রতিবাদ জানান শুভেন্দু। তাঁর কনভয় চলে যেতেই ফের দলের কর্মসূচি শুরু করে শাসকদল।