মালদাঃ ইংরেজবাজার পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেলেন সুমালা আগারওয়ালা। সহ প্রশাসকের দায়িত্বে চৈতালি সরকার।
এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো। মঙ্গলবার দায়িত্ব হাতে পাওয়ার পর সুমালা আগারওয়ালাকে শুভেচ্ছা জানান ২ নং ওয়ার্ডের মহিলারা।
অন্যদিকে, পুরাতন মালদা পৌরসভায় কার্তিক ঘোষকে সরিয়ে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় বৈশিষ্ট্য ত্রিবেদীকে। সহ প্রশাসকের দায়িত্বে চন্দনা হালদার।