নাগাল্যান্ডের স্থানীয় নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষণ প্রথা বাতিল করার একটি মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: নাগাল্যান্ডের স্থানীয় নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষণ প্রথা বাতিল করার একটি মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার বিচারপতি এসকে কউল বলেন, “আপনাদের নিজের দল যে রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে সেখানে তো কড়া পদক্ষেপ করেন না কেন? অন্য দল যেসমস্ত রাজ্যে ক্ষমতাসীন, সেখানে ব্যবস্থা নেন। কিন্তু যেই আপনাদের দলের রাজ্যের প্রসঙ্গ আসে, তখন আপনারা চুপ করে থাকেন।”

তিনি আরো বলেন, “নাগাল্যান্ডে সামাজিক নানা ক্ষেত্রেই মহিলারা অনেক এগিয়ে রয়েছেন। তাহলে নির্বাচনের ক্ষেত্রে কেন তাঁদের সংরক্ষণ থাকবেনা? নাগাল্যান্ডের সরকার কেন সংবিধানের নিয়মের বিরোধিতা করছে, আমি বুঝতে পারছিনা।”

Latest articles

Related articles