বাইজিদ্ মন্ডল, ডায়মন্ড হারবার: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পক্ষ থেকে ডায়মন্ড হারবার ১নম্বর এরিয়া কমিটির আহ্বানে এম বাজারের সামনে শুক্রবার এক সমাবেশ অনুষ্ঠিত হল I বিকেল থেকে সন্ধে পর্যন্ত হয় এই সমাবেশ।
এদিন উপস্থিত ছিলেন কমরেড সূর্যকান্ত মিশ্র, কমরেড সুজন চক্রবর্তী,কমরেড শমীক লাহিড়ী, কমরেড প্রতিকুর রহমান,সভাপতি কমরেড সমর নাইয়া,কমরেড দেবাশিস সহ দলের নেতৃত্ববৃন্দরা।
এদিন সমাবেশ থেকে কমরেড সূর্যকান্ত মিশ্র কেন্দ্রের বিজেপি সরকারের অস্বাভাবিক হারে পেট্রল, ডিজেল সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদও করেন I তিনি কেন্দ্রীয় সরকার কে নিশানা করে বলেন, “রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে। দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষের কষ্টটা বোঝেনা মোদি সরকার।” বিজেপি সরকারকে কোটিপতিদের সরকার বলে কটাক্ষ করেন তিনি।