এনবিটিভি ডেস্ক: কাঁকসার মোল্লাপাড়ায় বিদ্যুতের খুঁটিতে ট্যাঙ্কারের ধাক্কায় অল্পের জন্য রেহাই পেলেন এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, বুধবার দুপুরে একটি ট্যাঙ্কার পানাগর বাজার থেকে কাঁকসার মোল্লা পাড়ার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ফলে তিনটি বিদ্যুতের খুঁটির তার ছিড়ে যায়। ঘটনার সময় দৌড়ে পালিয়ে গেলে অল্পের জন্য রক্ষা পান এলাকার কয়েকজন বাসিন্দা।
ঘটনাস্থলে ট্যাঙ্কারটিকে আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তারা ট্যাঙ্কারটিকে আটকে রাখবেন।
তিনটি বিদ্যুতের খুঁটির তার ছিড়ে যাওয়ায় গোটা এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। একইসাথে সমগ্র এলাকাজুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।