লক্ষ্য ২০২১ বিধানসভা নির্বাচন, রাজ্যে আসছেন আসাদুদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক : বিহারে বিধানসভা নির্বাচনে সাফল্যের পর এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ।আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের রণকৌশল স্থির করতে শীঘ্রই পশ্চিমবঙ্গে আসতে চলেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর প্রেসিডেন্ট আসাদ উদ্দিন ওয়াইসি।মালদা মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাদের অন্তত ১০ লক্ষ সক্রিয় সদস্য রয়েছে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ মিম এর তরফ থেকে।

সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের মিম নেতৃত্বের সঙ্গে গত শনিবার হায়দারাবাদে বৈঠক করেন নীম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি।সেখানে পশ্চিমবঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির কর্মসূচি, জনসভা এবং রাজনৈতিক রণকৌশল নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা হয় বলে জানা গেছে।কারো কাছে মিম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলির পক্ষে বিপজ্জনক আবার কারো কাছে মিম ভারতবর্ষে মুসলিমদের একমাত্র বলিষ্ঠ রাজনৈতিক আওয়াজ। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মীমকে সম্পর্কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা সৌগত অধিকারী জানিয়েছেন, বিহারের সাফল্যের পিছনে উর্দুভাষী মুসলিমদের সমর্থন ছিল কিন্তু পশ্চিমবঙ্গে তিনি তেমন একটা সুবিধা করতে পারবেন না।

অনেকের মতে আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব মিমের নির্বাচনে অংশগ্রহণকে ধরতির মধ্যে আনতে চায় না। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,’আসন্ন নির্বাচনে রাজ্যের তৃণমূলের সঙ্গে লড়াই বিজেপির এবং বিজেপি জয়লাভ করবে। মিম সিম আলু পটল নির্বাচনে তেমন কোন প্রভাব ফেলতে পারবে না।’একদিকে আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক সক্রিয়তা অন্যদিকে আসাদউদ্দিন ওয়াইসির পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংক কিভাবে রাজনৈতিক দলগুলির জন্য বিভক্ত হবে তাই নিয়ে তৈরি হচ্ছে নয়া সমীকরণ।

Latest articles

Related articles