নিউজ ডেস্ক : এক বছর বাড়ির বাইরে পা দেননি তবুও করোনার কবলে থেকে রক্ষা পেলেন না মুসলিম বিদ্বেষী লেখিকা। এবার করোনায় আক্রান্ত ভারতে নির্বাসিত ও বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। পাশাপাশি, সতর্ক থাকার পরও এ রোগে আক্রান্ত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এই লেখিকা।
আজ (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যম টু্ইটারে এক তিনি টুইট করেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে আমি বাড়ির বাইরে পা রাখিনি; কাউকে বাড়ির ভেতর প্রবেশও করতে দিইনি। বাড়িতে আমার সঙ্গী বলতে কেবল একটি বেড়াল। তারপরও করোনায় আক্রান্ত হলাম। বুঝতে পারছি না কীভাবে এমন ঘটনা ঘটল।’
বাংলাদেশ ত্যাগের পর কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন এই লেখিকা। তারপর তৎকালীন ভারত সরকারের অনুমতিতে সে দেশে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন তিনি। সেখানে সর্বদা উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মুখপাত্রের মতো কাজ করছেন তিনি। তথাকথিত নামধারী নাস্তিক এই লেখিকা শিব পুজো করার পাশাপাশি যোগ দেন ভারতে সংখ্যালঘু মুসলিম বিরোধী প্রচারাভিযানে।