ছাত্রদের স্কুলে টানতে দুয়ারে দুয়ারে স্কুল শিক্ষকরা

করোনা আবহের পর গত ১৬ তারিখ থেকে পুনরায়  শুরু হয়েছে স্কুলের পঠন পাঠন। তবে এখনও অনেকেই  স্কুলে আসছে না আগের মত। কেউবা অন্যান্য কাজেও যুক্ত হয়ে পড়েছে। আর তাদের স্কুল মুখী করতে রাস্তায় নেমেছে মুর্শিদাবাদের রানীনগরের কোমনগর হাই মাদ্রাসার স্কুল শিক্ষকরা।

এদিন ওই স্কুলের শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা পথর‍্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুল মুখী করতে রাস্তায় নামেন। বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়া সহ পরিবারের সদস্য দের বোঝান পড়ুয়া দের স্কুল পাঠানোর জন্য। স্কুল শিক্ষকের এই ভুমিকায় আপ্লুত এলাকাবাসী। শিক্ষদের এই প্রচেষ্টা কতটা কাজে আসবে সেটা তো সময়ই বলবে। তবে তাঁদের এই ভুমিকা যে প্রশংসাযোগ্য সেটা বলার অপেক্ষা রাখেনা।

Latest articles

Related articles