
কাশ্মীরে জঙ্গি হানার পরে নদীয়া জেলার কল্যাণী শহরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ বোর্ড ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী নোটিশ বোর্ডটিতে দেখা যাচ্ছে লেখা আছে “Dogs and Muslims are not allowed” ঠিক যেমন ব্রিটিশ উপনিবেশের অংশ থাকা কালীন পরাধীন ভারতে ইংরেজরা ইউরোপিয়ান ক্লাবে লিখে রেখেছিলো, “Dogs nd Indians are not allowed”। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ার দরুন দ্রুত খবর ছড়িয়ে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। NBTV -তরফ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে কোন প্রতিক্রিয়া মেলেনি।