পশ্চিম বর্ধমান,আসানসোলঃ আসানসোল ৭৭ নং ওয়ার্ডের নার্সিংবাঁধ এলাকার ৮ বছরের এক বাচ্চার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় নার্সিংবাঁধ এলাকার গোড়া চাঁদ রাইয়ের ৮ বছরের ছেলে আজ দুপুরে স্থানীয় এক ধর্মশালায় বন্ধুদের সাথে খেলা করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে, তারপর তাকে স্থানীয় আই এস পি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। এই খবর পেয়ে গোরাচাঁদ রাইয়ের বাড়ি পৌঁছান বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী, পরিবারের লোকের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার সরবন সাও ওই মৃত বাচ্চার পরিবারের সাথে দেখা করেন, এবং সরকারি সাহায্য পাবেন বলে আশ্বাস দেন।