ভারতে বিদেশি মুদ্রার পরিমাণ ছাড়িয়েছে ৬০ হাজার কোটি ডলার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images

এনবিটিভি, ওয়েব ডেস্ক: “ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার ফুলেফেঁপে উঠেছে” রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশ পেয়েছে সেই তথ্য। বিদেশি মুদ্রার পরিমাণ ৬০ হাজার কোটি ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, “গত কয়েক মাসে তথ্যপ্রযুক্তি কেন্দ্র, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডিজাইন প্রভৃতি ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে ভারত থেকে প্রচুর পরিমাণে সফ্‌টওয়্যার পরিষেবা সংক্রান্ত জিনিসপত্র বিদেশে রফতানি করা হয়েছে।”

অর্থনীতিবিদেরা জানাচ্ছেন, ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধি পাওয়ার নেপথ্যে পরোক্ষে আমেরিকার অনেক অবদান রয়েছে। ডলারের গুরুত্ব কমে যাওয়ায় অনিবার্য ভাবেই অন্য বৈদেশিক মুদ্রার গুরুত্ব কিছুটা বাড়ছে। সেই প্রেক্ষিতে ভারতের টাকাও আন্তর্জাতিক বাজারে মাথা তুলছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর