ভোট লুটের অভিযোগ, রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক বিজেপির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220228_153046

সুরজিৎ দাশ, নদীয়া: 12 ঘণ্টা বনধের সমর্থনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। শান্তিপুরের বাইপাস 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে শান্তিপুর থানার পুলিশ।

গতকাল গোটা রাজ্য জুড়ে পৌরসভা ভোটে যেভাবে ছাপ্পা ভোট ও বুথ দখল করা হয়েছে মূলত তারই প্রতিবাদে বিজেপি আজ 12 ঘন্টার বনধের ডাক দেয়। বিজেপির অভিযোগ শুধু ছাপ্পা ভোট করেই ক্ষান্ত হয়নি শাসকদলের দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে ও তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রতিটি অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

আজ তারই প্রতিবাদে বিজেপি রাজ্য নেতৃত্ব আজ সকাল 6 টা থেকে 12 ঘন্টা বনধের ডাক দেয়। মূলত তারই প্রতিবাদে শান্তিপুর 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শান্তিপুর বিজেপি নেতৃত্ব। যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে অবিলম্বে প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।না হলে আরো বড়সড় আন্দোলনের পথে নামবে বিজেপি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর