এনবিটিভি ডেস্ক: ডোমকলের পাইকমারিতে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বোম ষ্কোয়াড টিম। বৃহষ্পতিবার রাতে জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজি হয়। সেই ঘটনায় বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় দুটি তাজা বোমা। একটি বোতল এবং একটি সকেট। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেয় বোম ডিষ্পোজাল টিমকে। সেই মতো শনিবার দুপুরে বোম ষ্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।