পূর্ব মেদিনীপুর:-পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সাতসকালে বৃদ্ধ দম্পতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার অন্তর্গত চকগাজীপুর এলাকায়। জানা গেছে ওই বৃদ্ধ দম্পতির নাম নন্দলাল ঘোড়ই, বয়স আনুমানিক ৮০ বছর, ও রেবতী রাণী ঘোড়ই, বয়স আনুমানিক ৭৮ বছর। সোমবার সকালে নিজের বাড়ির মধ্যে থেকেই মৃতদেহ উদ্ধার হয় দুজনের। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে বিষ খেয়ে দুজনে আত্মহত্যা করেছে। স্থানীয় সূত্রের খবর, ওই বৃদ্ধ-বৃদ্ধার পুত্রদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। এরপরে এই আত্মহত্যা বিশেষ তাত্পর্যপূর্ণ। ইতিমধ্যে স্থানীয় মহিষাদল থানার খবর দেওয়া হলে ওই এলাকায় পৌঁছিয়েছে মহিষাদল থানার পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।