ডোমকলে সাধারণ মানুষের জন্য আয়োজন করা হল ‘দুয়ারে চিকিৎসা’ শিবিরের

ডোমকলঃ বুধবার ডোমকল মহুকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরীর উদ্যোগে দুয়ারে চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। সকাল ১০ টা থেকে ডোমকল মহুকুমা আরক্ষা আধিকারিকের দপ্তরে আয়োজন করা হয় এই শিবির।

এদিন রোগী দেখেন বিশিষ্ট চিকিৎসক এস মন্ডল। শিশুরোগ, চর্মরোগ, কুষ্ঠ ও যৌন রোগ বিশেষজ্ঞ এই চিকিৎসক বর্তমানে কানাপুকুর বিপিএইচসি-তে কর্মরত।

এদিন প্রায় ২২ জন রোগী দেখেন ওই চিকিৎসক।  রোগীর পরিবারের লোকেরা খুবই আপ্লুত ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিকের এই প্রয়াসের জন্য।

Latest articles

Related articles