দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্তর অভিযোগে নবাব মালিককে গ্রেফতার ইডি’র

এনবিটিভি ডেস্কঃ  মহারাষ্ট্রের মন্ত্রী এবং এনসিপি নেতা নবাব মালিককে বুধবার অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বুধবার প্রায় ছয় ঘন্টা ধরে মানি লন্ডারিং মামলার সাথে ইডি নবাব মালিককে তদন্ত করে।

ইডি সূত্রে জানা গেছে, তদন্তকারী সংস্থা পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারের সাথে জড়িত একটি জমির চুক্তির বিষয়ে মালিককে তদন্ত করছে।

গত সপ্তাহে ইডি মানি লন্ডারিং মামলায় দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালিয়েছিল। ইডি আজ সকালে মন্ত্রীকে ডেকে তার অফিসে নিয়ে আসে।

আজ ইডি নাগপাড়ায় হাসিনা পারকারের সাথে সম্পর্কিত ১০ টি বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছিল।

এজেন্সি দাউদের ভাগ্নে এবং পারকারের ছেলে আলিশাহ পারকার এবং ছোট শাকিলের হেনম্যান সেলিম কুরেশি ওরফে সেলিম ফ্রুটসকেও জিজ্ঞাসাবাদও করে।

বিরোধীদের অভিযোগ, বিজেপি পার্টি ক্ষমতার অপব্যবহার করছে। ইডি-কে বিজেপি বিরোধী শক্তিকে ধ্বংস করার জন্যই ব্যবহার করছে।

Latest articles

Related articles