মালদায় মহিলার চোখে বড়শি গাঁথাকে কেন্দ্র করে চাঞ্চল্য

মালদা: এক মহিলার চোখের পাতায় বড়শি গাঁথাকে ঘিরে চাঞ্চল্য মোহদিপুর এলাকায়। জখম মহিলার নাম সাগরী মণ্ডল(‌৪০)‌। ইংলিশবাজার থানার মোহদিপুরের বেকি এলাকায় বাড়ি তাঁর।

বাড়ি থেকে কিছুটা দূরে একটি বিলের প্রহরীর কাজ করে তাঁর পরিবার। বুধবার সন্ধের দিকে তিনি বিলের দিকে যাচ্ছিলেন। সেখানে একটি ঘরের দিকে যাওয়ার সময় তাঁর চোখের পাতায় একটি বড়শি গেঁথে যায়। কে বা কারা মাছ ধরার ছিপ বাড়ির চালে ফেলে রাখে। দেখতে না পেয়ে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটে। পরিবারের লোকেরা ওই অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

Latest articles

Related articles