ফের আইনশৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার শিকার মণিপুরের সরকার

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ফের আইনশৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার শিকার মণিপুরের সরকার, অর্থাৎ সেই রাজ্যের বিজেপি সরকার। “মণিপুর পুলিশ এই তদন্তে গাছাড়া মনোভাব দেখিয়েছে। তদন্তের গতি অত্যন্ত মন্থর।” এদিন দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় সাফ জানালেন তিনি।

ক্ষুব্ধ প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “মনে হচ্ছে মণিপুর পুলিশ সঠিকভাবে তদন্ত করতে অপারগ। অধিকাংশ এফআইআরের ভিত্তিতে তদন্তে হয় অতি সামান্য অগ্রগতি হয়েছে, নয়তো কিছুই হয়নি। এতে প্রশাসন এবং আইনের শাসনের উপর থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।”

জানা গিয়েছে, এদিন মণিপুরের ডিজিপিকে তলব করেন প্রধান বিচারপতি। আগামী সোমবার হাজিরা দিয়ে সব প্রশ্নের জবাব দিতে হবে তাঁকে।

Latest articles

Related articles