বিশ্বজিৎ কর্মকার, ডোমকল:ডোমকল মহকুমা আদালত পরিদর্শনে এলেন হাইকোটের বিচারপতি। আদালতের পরিকাঠামো খতিয়ে দেখলেন মু্র্শিদাবাদ জেলার জোনাল জজ হাই কোটের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
রবিবার ডোমকল মহকুমা আধিকারিক রাজিব মন্ডলকে সঙ্গে নিয়ে ডোমকল মহকুমা আদালত চত্বর পরিদর্শন করেন তিনি। সেই সঙ্গে আদালত চত্বরে পরিবেশ সংক্রান্ত বিষয়ে নজর দিতে দেখা গিয়েছে তাকে। আদালত চত্বর পরিদর্শন করার পাশাপাশি আদালতে আইনজীবীদের সঙ্গে কিছুক্ষন কথা বললেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আইনজীবীদের কাজকর্মের বিষয়ে সুবিধা-অসুবিধা কথা ও শোনেন। এবং তাদের দাবী সমাধানের আশ্বাস দেন।