ধর্ষণের মামলার বক্তব্য দিতে গেলে কাপড় খুলতে বললেন ম্যাজিস্ট্রেট!

ধর্ষণ থেকে বেঁচে যাওয়া এক মহিলার কাপড় খুলতে বলার অভিযোগ উঠেছে রাজস্থানের এক ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

এফআইআর সূত্রে জানা যায়,  গত ২০ মার্চ ওই মহিলা ধর্ষণের মামলায় বক্তব্য রেকর্ড করতে
ম্যাজিস্ট্রেটের অফিসে গেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর আবার ডেকে  জামাকাপড় খুুলে ক্ষত দেখাতে বলেন ম্যাজিস্ট্রেট। মহিলার অভিযোগ, ওই ম্যাজিস্ট্রেট তাকে কাপড় খুলতে চাপ দিচ্ছিলেন। পরে ম্যাজিস্ট্রেট অনুরোধ করেন এই ঘটনাটি কাউকে না জানাতে।

ওই কর্মকর্তার বিরুদ্ধে ১৬৪ সিআরপিসি ধারায় বক্তব্য রেকর্ড করে ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসাবাদ করার অনুমতির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। যদিও পুলিশের দায়ের করা  এফআইআরএ ওই ম্যাজিস্ট্রেটের নাম উল্লেখ করা হয়নি।

Latest articles

Related articles