বিহার থেকে মদ খেতে এসে গুলি চালিয়ে তান্ডব দুষ্কৃতীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220302_190452

গোলাম হাবিব, মালদা:বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুর সীমান্তবর্তী কুমেদপুর এলাকায় মদ খেতে এসে গুলি চালালো দুষ্কৃতীরা। মদের ঠেকের মধ্যেই চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি স্থানীয় এক যুবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় কুমেদপুর এলাকায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার বাংলা বিহার-সীমান্তবর্তী কুমেদপুরের দরিয়াপুর এলাকায়।

বিহার রাজ্যে মদ নিষিদ্ধ। তাই সেখান থেকে ৫ জন দুষ্কৃতী মদ খাওয়ার উদ্দেশ্যে বিহার সীমান্তবর্তী হরিশচন্দ্রপুর কুমেদপুররে দরিয়াপুরে আসে। সেখানেই একটি মদের ঠেকে বচসা বাঁধে স্থানীয় এক বাসিন্দার সাথে। বচসার জেরে দুষ্কৃতীরা চালায় গুলি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গুলিবিদ্ধ হয় স্থানীয় বাসিন্দা বর্মা হাঁসদা(৩৬)। বাড়ি কুমেদপুর দরিয়াপুর এলাকায়। পিঠে ২ টি গুলি লাগার পরে লুটিয়ে পড়ে মাটিতে। তড়িঘড়ি ওই ব্যক্তিকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হলে পরে ওই ব্যক্তির আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।

গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ৫ জন পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। যদিও ৩ জন পলাতক। ধৃতরা বিহারের বাসিন্দা, সন্তোষ শর্মা (৪৩), বিকাশ কুমার রজক(৩২)। বাড়ি বিহারের কাঠিয়ার জেলার আজম নগর থানার পলসা এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর