ভিক্ষা নয়, অধিকারের দাবিকে সামনে রেখে ISF- এর পথ চলা শুরু পুরশুড়াতে

নিজস্ব প্রতিবেদন,পুরশুড়া: অনুষ্ঠিত হলো সংযুক্ত মোর্চার অন্যতম প্রধান শরিক ইন্ডিয়ান সেক্যুরার ফ্রন্ট দলের কর্মী সম্মেলন।পুরশুড়া খানাকুল ও আরামবাগের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহ ও উদ্দীপনার মধ্যে তরুণ প্রজন্মের কর্মীদের উচ্ছাস উদ্দীপনা সম্মেলনে উপস্থিত নেতৃত্বের মনোবলকে চাঙ্গা করে।

কয়েক মাসের হাতে খড়ি এই নতুন দলের, ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী বিধায়ক নির্বাচিত হয়েছেন।দলিত আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধিত্ব ও তাদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার এই দলটি ।দলের আদিবাসী নেতা ও দলের জেলা সভাপতি লক্ষিকান্ত হাঁসদা বলেন, ‘জল জঙ্গলের অধিকার’ সহ একাধিক দাবিতে বিধানসভা কক্ষে আওয়াজ তুলেছেন দলের বিধায়ক নাওসাদ সিদ্দিকী।

এদিনের সভায় উপস্থিত ছিলেন সংযুক্ত মোর্চার খানাকুল বিধানসভার প্রার্থী ও দলের জেলার অবজাইভার ফয়জাল খান।রাজ্য কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ইমারান খান ও জেলার লড়াকু যুবনেতা দলের সহকারী সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও বিধানসভার দলের একাধিক নেতৃত্ব।

Latest articles

Related articles