মঙ্গলবার মাঝরাত থেকে দেশজুড়ে প্রায় ১০০ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মঙ্গলবার মাঝরাত থেকে দেশজুড়ে প্রায় ১০০ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। অয়েল মার্কেটিং কম্পানিজ জানিয়েছে, দেশজুড়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৯৯ টাকা ৭৫ পয়সা কমেছে।

এর ফলে এই মুহূর্তে দিল্লিতে দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৮০ টাকা, কলকাতায় ১ হাজার ৮০২ টাকা ৫০ পয়সা, মুম্বইয়ে ১ হাজার ৮০২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ১ হাজার ৮৫২ টাকা ৫০ পয়সা। সূত্রের খবর, এখনই ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমানোর কোনও পরিকল্পনা তাদের নেই।

Latest articles

Related articles