এনবিটিভি ডেস্ক, ১২জানুয়ারী, মালদা: বামনগোলা কৃষক বাজার কল্যান সমিতি ও বামনগোলা ব্লক পান চাষি কল্যান সমিতির পক্ষ থেকে কৃষকদের স্বার্থে কয়েক দফা দাবি নিয়ে আজ সকালে বামন গোলা কৃষক বাজারে সামনে পাকুয়াহাট গাজোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ঐ দুই সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ ঐ কৃষক বাজারে সরকারি জায়গায় বহুদিন আগে গবাদি পশুদের বাজার বসত, কিন্তু কোনো কারনবশত সে হাট বন্ধ হয়ে যায়। সেই বাজার পুনরায় চালু করার দাবি জানিয়ে আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘন্টা গাজোল পাকুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বামন গোলা কৃষক বাজার কল্যাণ সমিতি ও বামন গোলা ব্লক পানচাষি কল্যাণ সমিতির সদস্যরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বামনগোলা কৃষি বাজার কল্যান সমিতি সভাপতি জিতেশ চন্দ্র বর্মন, সেক্রেটারি অশোক প্রামানিক, বামনগোলা ব্লক পান চাষি কল্যান সমিতি সভাপতি রঞ্জিত মন্ডল সহ-সভাপতি আবুবাককার মন্ডল সহ অন্যান্যরা।
Popular Categories