সরকারী কর্মচারীদের বোনাস ঘোষণা রাজ্যের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

355e3fbb5d5ba3ed0deb3769fd954657_original

রাজ্যের অর্থ দফতর বৃহস্পতিবার এডহক বোনাস ঘোষণা করেছে। এর ফলে যাদের ৩৬ হাজার টাকা বেতন তারা বোনাস পাবেন ৪৫০০ টাকা। যাদের ৪৫ হাজার টাকা বেতন তারা বোনাস পাবেন ১২ হাজার টাকা। পেনশন প্রাপকরা পাবেন ২৫০০ টাকা। এই টাকা ঈদের আগেই দেওয়া হবে।

পোস্টাল ব্যালট-এর মাধ্যমে মূলত সরকারি কর্মীদের ভোট দিতে হয়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে তৃণমূল বিপুল ভোট পেয়েছে।

প্রতি বছরই রাজ্য সরকার মে মাসে উত্‍সব অ্যাডভান্স দেয়। এ বছরও মহামারীর মধ্যে সেই আর্থিক প্রাপ্তির কথা রাজ্যের অর্থ দফতর ঘোষণা করল। তবে ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাজ্য সরকারি কর্মচারীদের বিরোধ থাকলেও রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের ক্ষতি হয় এমন কিছু সিদ্ধান্ত নেননি, নেবেন না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর