বার্নপুরে গুরুদুয়ারা তোরণ উদ্বোধন করলেন দুই মন্ত্রী

এনবিটিভি ডেস্ক, আসানসোল: আসানসোলের বার্নপুরে গুরুদোয়ারা তোরণ উদ্বোধন করতে উপস্থিত হলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মলয় ঘটক। এর সঙ্গেই দলের অন্যান্য নেতৃত্ব যেমন জিতেন্দ্র তিওয়ারিসহ বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। এ যাবৎকালের সমস্ত জল্পনাকে সরিয়ে দিয়ে আসানসোলের সমস্ত নেতৃত্বকে আজ একসঙ্গে দেখা গেল। জল্পনা উড়িয়ে জিতেন্দ্র তিওয়ারি আগাম কর্মসূচির কথা জানালেন। তিনি জানান আগামী ৭ই ফেব্রুয়ারি আসানসোলে শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয় কর্মসূচির দিনে পাণ্ডবেশ্বরে তিনিও পাল্টা কর্মসূচি করবেন। অরূপ বিশ্বাস জানান ধর্মীয় অনুষ্ঠানের কারণে তার এখানে আসা। পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারি কেন দলের অনুষ্ঠানে যাচ্ছে না সে বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান আমাদের দল তাই আমাদেরকে ভাবতে দিন।

Latest articles

Related articles