মণিপুর ইস্যুতে মোদি সরকারের পাশে মার্কিন প্রশাসন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

download (1)

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটিয়ে গণধর্ষণের ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে গেছে গোটা ভারতবর্ষে। কিন্তু এই অবস্থাতেও মোদি সরকারের পাশেই দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন।

এক পাক সাংবাদিক মার্কিন বিদেশ দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলকে এই বিষয়ে প্রশ্ন করায় তিনি বললেন, “মণিপুরে দুই মহিলার উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে সেটা যথেষ্ট আতঙ্কের। নির্যাতিতাদের প্রতি আমাদের সমবেদনা জানাই। ভারত সরকার যেভাবে নির্যাতিতাদের সুবিচার দিতে চাইছে, সেই উদ্যোগের পাশে রয়েছে আমেরিকা। আগেও মণিপুরে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছি আমরা। আবারও বলছি, স্থানীয় প্রশাসন যেন দ্রুত শান্তি ফেরানোর ব্যবস্থা করে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর