মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা (NIH) জানিয়ে দিল, ভারত বায়োটেকের তৈরি করোনার (Corona Virus) কোভ্যাক্সিন টিকা আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টেও সমানভাবে কার্যকরী। অর্থাত্ এই টিকা নিলে কোভিডের নয়া শক্তিশালী ভ্যারিয়েন্ট থেকেও সুরক্ষিত থাকা সম্ভব।
১৮ ঊর্ধ্বে প্রত্যেকের জন্যই যে কার্যকরী একমাত্র দেশীয় টিকা কোভ্যাক্সিন, সর্বশেষ ট্রায়ালের পর তা নিশ্চিত করা হয়েছিল। তৃতীয় ট্রায়ালের পর জানানো হয়েছিল, উপসর্গযুক্ত করোনা রোগীদের ক্ষেত্রে এটি ৭৮ শতাংশ এবং মুমুর্ষু রোগীদের জন্য ১০০ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিনটি।