এনবিটিভি ডেস্ক, পশ্চিম বর্ধমান: “আর নয় মহিলাদের অসুরক্ষা’শ্লোগান তুলে বিজেপির ধর্ণা মঞ্চে যোগদান করেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। বৃহস্পতিবার বিকালে এই সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনি । এদিন মহিলা মোর্চার সভানেত্রীকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা জানতে চান সাংসদ সৌমিত্র খাঁ তার স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন? কিন্তু তিনি এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি বলেন এটা সাংসদের ব্যক্তিগত বিষয়, এ নিয়ে কোন মন্তব্য করবেন না তিনি। এছাড়া তিনি বলেন, যেভাবে সবাই তৃণমুল ছেড়ে বিজেপিতে ঢুকতে শুরু করেছে তাতে তৃণমুল দলটাই ভেঙে যাবে।
Related articles