নিজস্ব প্রতিবেদক: লকডাউন এর জেরে বাংলার কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে। প্রতিনিয়ত সেই সমস্ত আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
গতকাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে আটকে রয়েছেন তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা করুন।
শুধু পরিযায়ী শ্রমিক নয় চিকিৎসার ক্ষেত্রে বাইরে রয়েছেন অনেকেই, আটকে রয়েছেন অনেক পর্যটক ও তাদেরও বাড়ি ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়েছেন ওয়েল ফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক।