মুর্শিদাবাদের রানীনগরে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন যুবক

বিশ্বজিৎ কর্মকার, রানীনগরঃ মুর্শিদাবাদের রাণীনগরে বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। যুবকের নাম জগবন্ধু মন্ডল (৫৫)।

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মত এদিনও সকালে তিনি মাছ ধরার উদ্দেশ্যে ডিঙি নিয়ে নদীতে বেরিয়েছিলেন।  তবে আবহাওয়া খারাপ থাকার জন্য ঝোড়ো হওয়ায় তাঁর ডিঙি উল্টে যায় এবং বাতাসে তাঁর দেহ নদীতে তলিয়ে যায়।

তাঁর সঙ্গে একজন ছেলেও ছিল বলে জানা যায়। তবে তিনি সাঁতার কেটে প্রাণে বেঁচে যান। ঘটনাস্থলে রাণীনগর পুলিশ প্রশাসনের কর্তারা পৌঁছায় পাশাপাশি রাণীনগর ২ এর বিডিও পার্থ চক্রবর্তীও এসে পৌঁছান। এলাকার মানুষ নৌকার মাধ্যমে খোজার কাজ শুরু করেছে সিভিল ডিফেন্স এর টিম কে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আসছে। তাছাড়া আসা মাত্রই সেই ব্যাক্তির দেহ খোঁজার কাজ শুরু হবে।

Latest articles

Related articles