এনবিটিভি ডেস্ক: টানা কয়েক বছরের বঞ্চনার ইতিহাস কাটিয়ে কালিয়াচক জুড়ে এখন উন্নয়নের জোয়ার। রাস্তাঘাট, পানীয় জল -সহ সরকারি পরিষেবা এখন হাতের মুঠোয়। সরকারি নানা প্রকল্পের ফলে এলাকায় বেড়েছে শিক্ষার সুযোগ। তৈরি হয়েছে কর্মসংস্থানের পরিকাঠামো। কিন্তু সব জিনিসের যেমন ভালো এবং খারাপ দুটি দিক রয়েছে। এখানেও তার ব্যাতিক্রম নেই। তড়িঘড়ি উন্নয়ন যজ্ঞ বাস্তবায়িত করতে গিয়ে সঠিক পরিকল্পনার অভাব থেকে যাচ্ছে। যার খেসারত দিতে হচ্ছে আম আদমিকে। অপরিকল্পিতভাবে রাস্তাঘাটের উন্নয়নের ফলে কালিয়াচকের বিস্তীর্ণ এলাকা আজ জলের তলায়। কিন্তু নিকাশি ব্যবস্থা নিয়ে হেলদোল নেই সমাজের মাতব্বরদের। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এমন পরিস্থিতিতেও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন নির্বিকার বলে অভিযোগ উঠতে শুরু করেছে।
কালিয়াচক-১ নম্বর ব্লকের ১৪টি অঞ্চলে নিকাশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। গ্রামে গ্রামে নতুন রাস্তাঘাট তৈরি হয়েছে বা হচ্ছে। কিন্তু জল নিকাশি ব্যবস্থা না থাকায় সমস্যা দেখা দিয়েছে সুজাপুর থেকে শুরু করে গয়েশবাড়ি, জালালপুর, নওয়াদা যদুপুর- সহ প্রায় সব অঞ্চলে একই অবস্থা।অন্যদিকে, জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে কর্তৃপক্ষ নয়নজুলিতে মাটি ভরাটের ফলে সমস্যা গুরুতর আকার ধারণ করে। বৃষ্টি হলেই রাস্তায় জমে জল। সেই জল পার করেই স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষকে পথ চলতে হয়। মসজিদে নমাজ পড়তে যান যেসব ধর্মপ্রাণ মানুষেরা, তাদেরকেও এই নোংরা জল পার করেই নিজেদের গন্তব্য স্থলে যেতে হয়। কিন্তু আর মানুষ এই দুর্ভোগ সহ্য করতে রাজি নন।তাঁদের দাবি, ব্লক ভিত্তিক একটি কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার দরকার। তা নাহলে প্রত্যেকবার বর্ষার মরশুমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে কালিয়াচকের ১৪ টি অঞ্চলে।