নির্বাচনে এমন অনেক ভুয়ো অফিসার ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে: দিলীপ ঘোষ

বুধবার দেবাঞ্জন দেব দেব প্রসঙ্গে রাজ্যকে এক হাত নিয়ে দিলীপ ঘোষ বলেন , ” শুধু দেবাঞ্জন নন , আরও অনেক এমন লোক আছেন যারা গাড়ি , নীল বাতি , লোগো ইত্যাদি ব্যবহার করেন। আমার সন্দেহ হচ্ছে এবারের নির্বাচনে এমন অনেক ভুয়ো অফিসার ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে। ভোটগ্রহণ থেকে গণনা , সর্বত্র এই ধরনের লোক ঢোকানো হয়েছিল , যারা ভোট এদিক ওদিক করেছে। আমি খবর পেয়েছি , একসময় দক্ষিণ কলকাতার তৃণমূলের তথ্যপ্রযুক্তি শাখার দায়িত্ব তাঁর উপরে ছিল। এটাও তদন্ত হওয়া উচিত। সংগঠন থেকে সরকার সব জায়গায় তাঁর যোগাযোগ ছিল। সর্বোচ্চ নেতারা জানতেন বলেই এতদিন তিনি এই সব করতে পেরেছেন।” ভুয়ো আইএএস কান্ডেথ পর কার্যতই তৃণমূলকে তোপ দাগার ট্রামকার্ড পেয়েছে বিজেপি।

Latest articles

Related articles