এবার বাংলা ভাষায় পড়া যাবে ইঞ্জিনিয়ারিং

আঞ্চলিক ভাষায় পঠন পাঠনে অভ্যস্ত অনেক ছাত্র ছাত্রীরা ইংরাজি মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের সময় সমস্যায় পড়েন। সেই সমস্যা সমাধানের জন্য পরীক্ষামূলক ভাবে দেশের ১৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজে আঞ্চলিক ভাষায় পঠন পাঠন শুরু করার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এই সূচিতে স্থান পেয়েছে বাংলাও।

এআইসিটিই র তরফে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ১৪ টি কলেজে আঞ্চলিক ভাষায় পঠন পাঠনের সুযোগ দেওয়া হবে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ডের নিদিষ্ট কিছু ছাত্র ছাত্রীকে হিন্দি ভাষায় পড়ার সুযোগ দেওযা হবে।

সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ থেকে আগত কিছুজনকে তাদের আঞ্চলিক ভাষা তথা বাংলা, তামিল, মারাঠী, তেলেগু ভাষায় পঠনপাঠনের সুযোগ দেওয়া হবে।

বর্তমানের কেন্দ্রীয় সরকারের ঘোষিত শিক্ষানীতিতে আঞ্চলিক ভাষায় পঠন পাঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বিষয়ে পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত। তবে উঠে এসেছে বিরুদ্ধ মতও। আঞ্চলিক ভাষায় পড়ে ইঞ্জিনিয়ার পাশ করলে ছাত্র ছাত্রীদের সর্বভারতীয় ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Latest articles

Related articles