এবার দাবানলের শিকার আমেরিকা , প্রায় ৬০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200822-WA0043

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: এমনিতেই আমরা সকলে জানি করোনা আক্রান্তের দৌড়ে আমেরিকা প্রথম স্থান অধিকার করে রেখেছে বহুদিন ধরেই। এরই মধ্যে গত তিন দিন যাবৎ প্রায় ১১হাজার বজ্রপাতের খবর মেলে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। এই বজ্রপাতের ফলে প্রায় ৩৭০টিরও বেশি জায়গাতে আগুন লাগার ঘটনা সামনে আসে। প্রথমে জঙ্গলে আগুন লাগলেও পরে তা জনবসতি এলাকায় ছড়িয়ে পড়ে।

এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয় ৬০,০০০ এরও বেশি মানুষ ঘরছাড়া। ৪৮০টি ভবন সম্পূর্ণ পুড়ে গিয়েছে, আহত ৩৩ জন ও নিহত ৫ জনের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন কয়েকজন দমকলের হেলিকপ্টারের পাইলট ও একাধিক কর্মী। দমকলকর্মীরা জানান বনাঞ্চলে একাধিক বার বজ্রপাতের ফলে আগুন এই ভয়াবহ রূপ নেয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম নিজে উদ্দ্যোগ নিয়ে বিভিন্ন কমিউনিটি সেন্টার খুলে এই দুর্গত মানুষদের আশ্রয় দিয়েছেন। নিউসম প্রেসিডেন্টের সাহায্য চেয়েছেন। কিন্তু বিদ্রুপ ও অনীহাই শোনা গেল তার গলায়। করোনা ও প্রবল তাপমাত্রার পাশাপাশি এই অগ্নিকাণ্ডের জেরে রীতিমত সংকটে দিন কাটাচ্ছেন আমেরিকা বাসী।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর