এবার ছাত্র নেতা আনিস খানের হত্যার প্রতিবাদে পথে নামলেন কৃষ্ণনগরের বিশিষ্ট আইনজীবীরা

সুরজিৎ দাশ, নদীয়া: ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে সরগম রাজ্য রাজনীতি। সোমবার সীটের তত্বাবধানে সম্পন্ন হয়েছে দ্বিতীয় ময়নাতদন্ত। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট এখন প্রকাশ্যে আসেনি। আগে থেকেই বিরোধী সংগঠনেরা সিবিআই তদন্তের দাবি চেয়ে পথে নেমেছে একাধিকবার। এবার আনিস হত্যা নিয়ে পথে নামলেন নদীয়ার কৃষ্ণনগরের আইনজীবীরা।

আইনজীবীদের এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আইনজীবী শামসুল ইসলাম মোল্লা এবং সুকুমার বিশ্বাস ও অনুপ গঙ্গোপাধ্যায় ও অসীম কুমার সাহার নেতৃত্বে সহ একাধিক আইনজীবীরা।

আনিস খান হত্যার প্রতিবাদে প্রথমে একটি রালি করেন এবং পরবর্তী সময়ে একটি পথসভা করেন । আইনজীবীদের কথাতেও শোনা গেল সিবিআই তদন্তই তাদের ভরসা।

Latest articles

Related articles