আসানসোল, এনবিটিভি ডেস্ক: মেয়র পদে বসার পর থেকেই একের পর এক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে বিধান উপাধ্যায়কে। এবার আসানসোলের গাড়ুই নদী সংস্কারের উদ্দেশ্যে ওই নদী পরিদর্শন গেলেন মেয়র বিধান উপাধ্যায়।
পৌর নিগম নির্বাচনের আগেই প্রত্যেক দলের একই আশ্বাস দিয়েছিল,”আসানসোল পৌর নিগম বোর্ড গঠন করার পরেই প্রথম কাজ থাকবে গাড়ুই নদীর সংস্কার”। শাসক দল বোর্ড গঠন করার পর থেকেই এই কাজে নেমে পড়েছেন। সেই অঙ্গীকার স্বরূপ গাড়ুই নদী পরিদর্শনে এলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।
শুক্রবার এই পরিদর্শন করেন তিনি,সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াশিমুল হক,অভিজিৎ ঘটক, কাউন্সিলর ডা: দেবাশীষ সরকার,অনির্বাণ দাস সহ পৌর নিগমের আধিকারিক গণ।