কয়েক হাজার বোতল নকল সস উদ্ধার ভাঙ্গড়ে

প্রশান্ত ঘোষ,,ভাঙ্গড়; নকল নারকেল তেল প্রসাধনী দ্রব্যের পর এবার নকল উদ্ধার করল ভাঙ্গড় থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে ভাঙ্গড়ের দক্ষিণ নারায়ণপুর গ্রামে হানা দিয়ে কয়েক হাজার বোতল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিজাম মোল্লা ও মোহাম্মদ মোল্লা নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বাসন্তী রাজ্য সড়ক থেকে ঢিল ছোড়া দূরত্বে নারায়ন পুর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ নারায়ণপুর গ্রামে দীর্ঘদিন ধরেই নকল সস বানাচ্ছিলেন নিজাম মোল্লা। স্থানীয়দের দাবি গত 10 বছর ধরে এই ব্যবসা করছিলেন নিজাম।প্রভৃতি জায়গায় দোকানে দোকানে পৌঁছে যেত। অত্যন্ত অস্বাস্থ্যকর জায়গায় আটা-ময়দা রাসায়নিক মিশিয়ে তৈরি হতো বলে অভিযোগ।অভিযান চালান ভাঙ্গড় থানার ওসি সমরেশ ঘোষ। ট্রাকভর্তি নকল মাল উদ্ধার হয় ওই গোডাউন থেকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামীকাল তাদের বারুইপুর আদালতে তোলা হবে।

Latest articles

Related articles