এনবিটিভি ডেস্ক: আজ আরামবাগ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক উর্ত্তীণ তিনজন কৃতি ছাত্রকে সংবর্ধনা জানানো হলো । তিনজন কৃতি ছাত্র যথাক্রমে মাধ্যমিকে রাজ্যে সপ্তম আবদুল্লাহ মণ্ডল, রাজ্যে অষ্টম আব্দুল জসিমুদ্দিন শাহ ও রাজ্যে নবম রমজান সেখ।
কৃতি ছাত্ররা সকলেই আরামবাগ আল আলম মিশনের ছাত্র । কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লকের জয়েন্ট বিডিও, মাধবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খাদেমুল ওহাব, আরামবাগ আল আলম মিশনের সম্পাদক হাজী বদরুল আলম, আরামবাগ বিডিও অফিসের বড়বাবু পিন্টু বাবু সহ বিডিও অফিসের অন্যান্য আধিকারিক বৃন্দ ।
কৃতি ছাত্রদের হাতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষরিত শুভেচ্ছাপত্র, ফুল ও মিষ্টি তুলে দেওয়া হয় । উপস্থিত সকলে কৃতি ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও আগামী দিনে সবসময় পাশে থাকার আশ্বাস দেন ।