এনবিটিভি, ওয়েব ডেস্ক: আর মাত্র হাতে গুনে চারটে দিন। তারপরেই রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তার আগে হিংসা অব্যাহত। এবার কুলতলীতে গুলিবিদ্ধ শাসকদল তৃণমূলের মেরিগঞ্জ ১ ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, সোমবার সন্ধে থেকেই সংঘর্ষ ও বোমাবাজি চলছিল। তারই মধ্যে প্রচার সারছিলেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালায় বলে অভিযোগ। একাংশের দাবি পুলিশের গুলি প্রার্থীর পায়ে লাগে। যদিও তৃমমূল দোষারোপ করেছে এসইউসিআইকে। আহত প্রার্থীকে প্রথমে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
