এনবিটিভি, ওয়েব ডেস্ক: শেষ মুহূর্তে মণিপুর সরকারের অনুরোধ মেনে আগামিকাল মণিপুর যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। দিন পাঁচেক পর অর্থাৎ চলতি মাসের ১৯ ও ২০ তারিখ সফরের নতুন দিন ধার্য করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, মাস তিনেক ধরেই কুকি বনাম মেতেই সংঘাতে পুড়ছে মণিপুর। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ১৪ জুলাই ওই রাজ্যে যাওয়ার কথা ছি্ল তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দলের।
রাজনৈতিক মহলের দাবি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে লাগাতার হিংসার ঘটনাকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির। সেই অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় এসেছে বিজেপির চার সদস্যের দল। এরই পালটা এবার মণিপুরে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল।