এনবিটিভি: শিষ্যদের যোগব্যায়াম শেখাতে উঠেছিলেন সুসজ্জিত হাতির পিঠের ওপর। কিন্তু আচমকা হাতির পিঠে প্রদর্শন করা যোগ আসন থেকে পড়ে যান রামদেব। আর সেই পড়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। মাথুরার রমনারতি আশ্রমে সুসজ্জিত হাতির পিঠে চড়ে যোগ আসনের মাধ্যমে শিষ্যদের যোগব্যায়াম শেখাচ্ছিলেন বাবা রামদেব। তখন চারপাশে জড়ো হন শিষ্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ওই সময় অনেকে বাবা রামদেবের যোগা আসনের ভিডিও করছিল। আচমকা হাতিটি নড়াচড়া করলেই বাবা রামদেব যোগ আসন ভেঙে নিচে ছিটকে পড়ে যান।একজন ২২ সেকেন্ডের ভিডিওটি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘ব্রেকিং: হাতির পিঠে বসে যোগ আসন করতে গিয়ে পড়ে গেলেন বাবা রামদেব। তিনি মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়েছেন। তাকে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
Related articles