নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ মোবাইলে নয়, মাঠেই চলবে খেলা। কচিকাচা সহ বড়দের ফুটবল প্রশিক্ষন দিচ্ছেন তিনি নিজেই। একার উপর ভর সামলাতে না পেরে দক্ষ কোচ রেখে চালাচ্ছেন ফুটবল প্রশিক্ষন। স্থানীয় শিক্ষকের এই উদ্যোগে সাধুবাদ স্থানীয়দের।
ডোমকলের বিলাসপুরের বাসিন্দা পেশায় শিক্ষক মুস্তাক আহম্মেদ। তিনি ঐ এলাকারই বিলাসপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক। ১৫ বছর ধরে শিক্ষকতা করেন তিনি। ছাত্রদের পড়াশোনার ঢিলেমি এবং এলাকার যুবকদের মোবাইল গেমের উপর আসক্তি দেখেই যুবকদের মাঠমুখি করার চিন্তা মাথাই আসে। রীতিমতো চার-পাঁচজন ক্ষুদে শিশুর অভিভাবকের সাথে কথা বলে ফুটবল প্রশিক্ষন শুরু করেন। পুর্ণাঙ্গ সহযোগিতা চালান এলাকার একটি বেসরকারি ক্লাব ‘সাঝেঁর আসর’। তারই সম্পাদক মুস্তাক বাবু। কচিকাচাদের ফুটবল প্রশিক্ষন দিতেই একের পর এক বাড়তে থাকে কচিকাচাদের সংখ্যা। মোবাইল ছেড়ে মাঠে খেলাতে শারিরিক ভাবে যেমন উপকারি তেমনি মন মানসিকতাও ভালো থাকে। সেদিকে লক্ষ্য রেখে কচিকাচাদের পাশাপাশি যুবকেরাও প্রশিক্ষন নিতে শুরু করেন ডোমকলের বিলাসপুর ফুটবল মাঠে। সংখ্যাটা যখন চার থেকে যখন চল্লিশে পৌছায় তখন দক্ষ ফুটবল কোচ নিয়োগ করেন। বর্তমানে চল্লিশের বেশী খেলোয়াড় এখন ফুটবল প্রশিক্ষন নিচ্ছে।
শিক্ষকের এহেন এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন।