মণিপুরে হিংসার প্রতিবাদে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কলকাতায় মিছিল

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুরে হিংসার প্রতিবাদে বুধবার তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কলকাতায় মিছিলের আয়োজন করা হয়েছিল গড়িয়াহাট থেকে গোলপার্ক পর্যন্ত। মিছিল শেষে অবস্থান বিক্ষোভে বসেন মহিলা তৃণমূলের কর্মীরা।

নেতৃত্বে ছিলেন মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম এবং অন্যান্যরা।

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবৃতি দিতেই হবে। একমাস ধরে মণিপুর ইস্যুতে বিভিন্ন কর্মসূচি চলবে।”

Latest articles

Related articles