টুইটে অমিত মালব্যকে বিঁধলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান

এনবিটিভি ডেস্ক: করোনার এই সঙ্কটময় পরিস্থিতির মধ্যেও রাজনীতির শেষ নেই। সম্প্রতি মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজের একটি বিষয় নিয়ে একটি টুইট করেছিলেন আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেটাতেই রিটুইট করে তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। নুসরাত রিটুইট করে লেখেন, ‘অমিত মালব্য, আপনি ট্রোল ব্যবহার করে পারস্পরিক দ্বন্দ্ব আর ফেক নিউজ ছড়ানোর কাজ করুন। মন দিন নিজের কাজে। প্রশাসনিক ও রাজনৈতিক কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে মন দিতে হবে না।’ নুসরাতের এই টু্ইটের পরই গুঞ্জন শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।

মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজের একটি বিষয় নিয়ে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য মুখ্যমন্ত্রীকে একটি টুইটে লেখেন, নিজের হাত ধুতে সরকারি কর্মচারীদের বলির পাঠা করছে রাজ্য সরকার। সেই টুইটেই রিটুইট করে নুসরাত বিঁধলেন বিজেপি মুখপাত্র অমিত মালব্যকে। এর আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানোয় একাধিকবার বিতর্কে উঠে এসেছেন। এই ঘটনার জেরে ফের তিনি নিন্দিত হন।

Latest articles

Related articles