নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের নতুন মুখপাত্র পীরজাদা ত্বহা সিদ্দিকী। হ্যাঁ এমনই একটা পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় পিকে-র টীম দ্বারা পরিচালিত তৃণমূলের একটি পেজে এই পোষ্টার ঘিরে জল্পনা তুঙ্গে।
১৯/১১/২০২০ আনুমানিক বৈকাল ৫:৩০ মিনিট নাগাদ ‘Murarai’er Gorbo Mamata’ নামে একটি ফেসবুক পেজে এমনই পোস্টার পোস্ট করা হয়। তা নিয়েই শুরু হয়েছে জল্পনা!
নিচে পেজের লিংক দেওয়া হলো…
https://www.facebook.com/126859578710893/posts/438400530890128/
যদিও তৃণমূলের উপর লেভেলের নেতৃত্বের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি। এর সত্যতা জানার জন্য এনবিটিভির পক্ষ থেকে ফুরফুরা শরীফের ত্বহা সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোন যোগাযোগ করা যায়নি।