তৃণমূলে যোগ কংগ্রেস বিধায়কের, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক ভিড়লেন শাসক শিবিরে, বিজেপিকে হারাতেই তৃণমূলে, বলছেন বিধায়ক

এনবিটিভি ডেস্ক: সরানো হয়েছিল জেলা সভাপতির পদ থেকে। তাই ক্ষোভে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভপতি হওয়ার পর জেলা পর্যায়ে সংগঠনে রদবদল করেন। সেই সময় জেলা সভাপতির পদ থেকে আব্দুরকে সরিয়ে সাধারণ সম্পাদক করা হয়। এতেই অপমানিত বোধ করেন আব্দুর রহিম। তার ক্ষোভ আঁচ করে যোগাযোগ করা হয় তৃণমূলের তরফে, তারপরেই শনিবার তৃণমূলে যোগ দেন তিনি। এদিন তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুলের ঝান্ডা হাতে তুলে নেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। এই জেলায় কংগ্রেসের তিনজন বিধায়ক ছিলেন। আব্দুর তৃণমূলে যোগ দেওয়ায় জেলায় কংগ্রেস সাফ হয়ে গেল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

Latest articles

Related articles