জলঙ্গিতে ভয়াবহ আগুনে ভস্মীভূত দুটি ঘর

মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক: মুর্শিদাবাদের জলঙ্গিতে ভয়াবহ অগ্নকাণ্ডে ভস্মীভূত দুটি বাড়ি। দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় বাড়ি দুটি। তবে হতাহতের কোনো খবর নেই।

জানা গিয়েছে ,বুধবার সন্ধ্যার সময় জলঙ্গী থানার ঘোষপাড়া অঞ্চলের সর্বপল্লী এলাকার হাফিজুল মন্ডল নামের ব্যক্তির বাড়িতে রান্নার উনুনের আগুন থেকে পাটকাঠির বেড়ায় ধরে যায়। তারপরে সেই আগুন ক্রমশ গ্রাস করে নেয় গোটা বাড়ি।আগুন দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতির সামাল দিতে না পারলে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও পুড়ে শেষ হয়ে যায় দুটি বাড়ি।

পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল নয় তাই এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সাহায্যের দিকে তাকিয়ে।

Latest articles

Related articles