রমজানে ফিলিস্তিনে ‘যুদ্ধ বন্ধ করার’ আহ্বান জাতিসংঘ প্রধানের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_4

পবিত্র রমজান মাস শুরু হওয়া সত্ত্বেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

সোমবার গুতেরেস সাংবাদিকদের বলেন, পবিত্র এই মাসেও যুদ্ধ অব্যাহত থাকায় আমি আতংকিত এবং ক্ষুব্ধ। এটি হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

গাজায় ক্ষুধা ও অপুষ্টি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন গাজায় অবিলেম্ব যুদ্ধ বন্ধ করতে হবে।

তিনি ত্রাণ সরবরাহে সকল বাধা দূর করারও আহ্বান জানান।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ওইদিনই ইসরাইল পাল্টা হামলা শুরু করে এবং তা অব্যাহত রয়েছে।

অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর