নজরুল মন্ডল,বাঁকুড়া: বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী দেবু চ্যাটার্জীর সমর্থনে আয়োজিত হয় কর্মীসভা ও মহামিছিল। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমিয় পাত্র, স্বপন ঘোষ, কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি নীলমাধব গুপ্ত, প্রার্থী দেবু চ্যাটার্জী ও প্রাক্তন বিধায়ক জয়ন্ত চৌধুরী। কর্মীসভার শেষে কর্মীদের নিজেদের মধ্যে “খেলা হবে” স্লোগান দিতে দিতে ফুটবল খেলতে দেখা যায়।